শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সাত হাজার মামলা

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রায় সাত হাজার মামলা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বছর বছর শিক্ষা খাতে বাজেটে বরাদ্দ কমছে। এতে শিক্ষা ব্যবস্থাপনা আগের চেয়ে দুরূহ হয়ে পড়েছে। এসবের মধ্যে বিভিন্ন কারণে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রায় সাত হাজার মামলা চলছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একক ব্যবস্থাপনার মধ্যে আনা নানা কারণে সম্ভব হচ্ছে না।
সংবর্ধনা অনুষ্ঠানে ডিআরইউর সদস্যদের পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ ডিআরইউর অন্য নেতারা।