উল্লাপাড়ায় জামায়াত শিবিরের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন জামায়াতের আমির ও পাগলা গ্রামের আমিরুল ইসলাম, জামায়াতকর্মী কাওয়াক গ্রামের এম এ মান্নান, বেতকান্দির রুবেল, ভূতগাছার মোহাম্মদ আলী, শাহ আলম, দক্ষিণ গালজানি গ্রামের আমেদ আলী, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, মেরাজুল ইসলাম, সুজাবত আলী, রবিউল ইসলাম, রেজাউল করিম, ইব্রাহিম হোসেন, নজরুল ইসলাম, রাকিবুল ইসলাম, আল আমিন ও মোজ্জামেল হক।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের রায় ঘোষণার আগে নাশকতার আশঙ্কায় সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের প্রত্যেকের নামে নাশকতা, গাড়ি পোড়ানো ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। পরে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।