সম্পূরক বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদে পাস হওয়ার সম্পূরক বিল-২০১৫ স্বাক্ষর করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদের গণমাধ্যম শাখার পরিচালক এস এম মঞ্জুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদের ষষ্ঠ (২০১৫ সালের বাজেট) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৫ বিলটিতে ১৬-০৬-২০১৫ তারিখ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’