মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ মঙ্গলবার সকালে আজিমপুর গার্লস স্কুল ও কলেজে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাতীয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান।
সেক্টর কমান্ডারস ফোরামের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের গৌরব কথা শোন’ শিরোনামের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা পালন করাও গুরুত্বপূর্ণ। শোষণ-জুলুমের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম পরিচালনা করার শপথ নিতে হবে এই প্রজন্মকে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কতটুকু সফলতা এসেছে, তা মূল্যায়ন করার সময় এসেছে বলেও মনে করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান বীর উত্তম কে এম সফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী প্রমুখ।