নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ দুজন নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে সেনাসদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁনকুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনী মণ্ডলের ছেলে আবদুল্লাহ আজমী ওরফে মান্না (৩২) ও উপজেলার কালুপাড়া বুধুপাড়া গ্রামের আনছার আলীর ছেলে সেনাসদস্য ফরহাদ হোসেন সুমন (৩৫)। নিহত দুজন সম্পর্কে ভায়রা ভাই।
নিহত সেনাসদস্য ফরহাদ হোসেন সুমন যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর দুই পরিবারে চলছে শোক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আবদুল্লাহ আজমী ওরফে মান্না ও তাঁর ভায়রা সেনাসদস্য ফরহাদ হোসেন সুমন মোটরসাইকেলে করে ধামইরহাট সদরে যাচ্ছিলেন। পথে চাঁনকুড়িতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সেনাসদস্য ফরহাদ হোসেন সুমন ও আবদুল্লাহ আজমী মান্না নিহত হন।
এ ঘটনায় এলাকাবাসী রাস্তার ওপর বেড়া দিয়ে ঘেরাও করে এবং ট্রাক্টর চালকের শাস্তি দাবি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় জাতীয় সংসদের হুইপ ও ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার গভীরভাবে শোক প্রকাশ করেছেন।