মানিকগঞ্জে এফবিসিসিআই সভাপতি-পরিচালকদের সংর্বধনা

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন ঘরে ঘরে চাকরি দেওয়া, আমরা ফেডারেশন থেকে সেই স্বপ্নপূরণের জন্য জেলায় জেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা করেছি। সে ক্ষেত্রে মানিকগঞ্জ হবে প্রথম জেলা, এখানে আমরা শিল্পোদ্যোক্তা তৈরি করতে চাই।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে জেলা চেম্বারের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি ও পরিচালকদের সংবর্ধনা দেওয়া হয়।
মাতলুব আহমাদ ছাড়াও অনুষ্ঠানে ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক শাফকাত হায়দার, শফিউল ইসলাম ভরসা, আমিন হেলালী, মোহাম্মদ মাসুদ, রেজাউল করিম, বজলুর রহমান, প্রবীর সরকার, মুন্তাকিম আশরাফ, আবু মোতালেব, আকতারুজ্জামান, তাবারাকুল তোছাদ্দেক হোসেন টিটো, মাসুদ পারভেজ খান ইমরান।
অনুষ্ঠানে আরো ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দার, তাবারাকুল তোছাদ্দেক হোসেন টিটো, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।