যাদের বদনাম নেই তারাই আগামীতে মনোনয়ন পাবে

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, আগামী নির্বাচনে জরিপ করে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে, যাঁদের সাধারণ মানুষ চায়। যাঁদের কোনো বদনাম নেই।
আজ শনিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।
নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, ‘প্রতিবারই আওয়ামী লীগ সার্ভে (জরিপ) করে তাঁদেরই মনোনয়ন দেয়, যাঁদের সুনাম আছে, বদনাম নেই। যাঁরা পপুলার এবং যাঁরা জয়যুক্ত হতে পারবেন।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা আরেকবার প্রধানমন্ত্রী হলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন অর্থনৈতিক মুক্তি, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া, পদ্মা সেতুসহ যেসব মেগা প্রকল্প আছে, সেগুলো আমরা শেষ করতে পারব।’
এর আগে নূর-ই-আলম চৌধুরী লিটন বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির চৌধুরী, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. সেলিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।