ময়মনসিংহে ব্যবসায়ীকে গুলি : দুই দিনেও নেই গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় হোটেল ব্যবসায়ী শফিকুল ইসলামকে গুলি করে আহত করার ঘটনায় দুদিন পেরিয়ে গেলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করা হয়েছে, যা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
এ বিষয়ে ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ব্যবসায়ী শফিকুল ইসলামের ওপর গুলি চালানোর ঘটনায় বুধবার বিকেলে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন আহত ব্যক্তির বড় ভাই রফিকুল ইসলাম। মামলায় আবদুল মালেক ও অজ্ঞাত দুই ব্যক্তিসহ তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে হোটেল ব্যবসায়ী শফিকুল ইসলামকে এলোপাতাড়ি গুলি করেন আবদুল মালেক। নরসিংদী জেলার মাধবদীর হোটেল ব্যবসায়ী শফিকুল সম্প্রতি নিজ বাড়িতে এসেছিলেন। পরে রাত ৯টার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ফুলপুর থানা পুলিশের ভাষ্য, মালেক অস্ত্র মামলার জেলখাটা দাগি আসামি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শফিকুলের চাচাতো ভাই শহীদুল ইসলাম জানান, তাঁর আহত ভাই এখন মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, ‘মালেক গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কিত, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।’