মুন্সীগঞ্জে হবে প্লাস্টিক শিল্পনগরী : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, বর্তমানে প্রতিবছর বাংলাদেশ থেকে তিন হাজার ৭০০ কোটি টাকার প্লাস্টিক পণ্য রপ্তানি হয়। তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে প্লাস্টিক পণ্যের অবস্থান ১২তম। মুন্সীগঞ্জে প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলা হবে বলে জানান মন্ত্রী।
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৭ উদ্বোধনের সময় শিল্পমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ওই মেলার আয়োজন করে।
মেলার আয়োজকরা জানিয়েছেন, চারদিনব্যাপী এ মেলায় বাংলাদেশসহ ১৩টি দেশের তিন শতাধিক প্লাস্টিক পণ্য, প্যাকেজিং ও প্রিন্টিং সামগ্রী, যন্ত্রপাতি এবং প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্লাস্টিক শিল্প উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের ফলে দেশের প্লা্স্টিক শিল্প খাতে প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্যের গুণগতমান সম্পর্কে দেশি-বিদেশি ক্রেতারা স্পষ্ট ধারণা পাচ্ছেন।
মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘প্লাস্টিক শিল্পের বিকাশে মুন্সীগঞ্জে ৫০ একর জমির ওপর প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। এ প্রকল্পে মোট ১৩৩ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেখানে প্রায় ১৮ হাজার মানুষের কর্মসংস্থান হবে।’ আগামী বছরের জুনে এ কাজ শেষ হবে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী প্রতিনিয়ত প্লাস্টিক পণ্যের ব্যাপক চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণের জন্য এ খাতকে রপ্তানিমুখীকরণের পাশাপাশি বৈচিত্র্যকরণ করতে হবে। রপ্তানি আয় বাড়াতে এ খাতের নতুন পণ্যগুলোকে রপ্তানির তালিকায় আনতে হবে।’
আমির হোসেন আমু বলেন, ‘জাতীয় শিল্পনীতি, ২০১৬-তে আমরা প্লাস্টিক শিল্পকে অগ্রাধিকার পাওয়া খাতের তালিকায় শীর্ষে রেখেছি। পরিবেশবান্ধব সবুজ প্লাস্টিক শিল্পের বিকাশে সরকার বদ্ধপরিকর। তবে এ খাতের দূষণ ও অনিয়ম কোনোভাবে মেনে নেওয়া হবে না।’
বিপিজিএমইএর সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানির নির্বাহী পরিচালক জুডি ওয়াং।