সোহাগ পরিবহনের সঙ্গে রয়েলের সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
আজ সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
নিহত ব্যক্তিরা হলেন রয়েল পরিবহনের বাসচালক চুয়াডাঙ্গার মো. তানিন, সোহাগ পরিবহনের বাসের সুপারভাইজার নড়াইলের নাসিম উদ্দিন ও সোহাগ পরিবহনের বাসযাত্রী ঝিনাইদহের অয়ন (১৭)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার নওপাড়া এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আর আহত হয় কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে একজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।