হুজি, আনসারুল্লাহর ৯ সদস্যকে আটকের দাবি ডিবির

রাজধানী থেকে নয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সকালে খুদে বার্তায় এ তথ্য জানায় ডিবি।
ডিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তারা গতকাল রোববার রাতে ঢাকার একটি ব্যাংকে ডাকাতির চেষ্টা করছিল। তাদের কাছ থেকে বোমা, বিস্ফোরক ও বোমা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে খুদে বার্তায় উল্লেখ করা হয়েছে।