প্রাবাসীর বাড়িতে ডাকাতি, কুপিয়ে মালামাল লুট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল পরিবারের চার সদস্যকে কুপিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে।
গতকাল শনিবার রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা নতুন ব্রিজ এলাকার প্রবাসী এনায়েত জহিরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রবাসী এনায়েত জহিরের দাবি, ডাকাতরা স্বর্ণ ও নগদ অর্থসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
আহতরা হলেন আবদুল আলী, ফারুক, মো. সালাম ও জহির। তাঁদের মধ্যে গুরুতর আহত আবদুল আলীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, পরিবারটি এক লাখ ২০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে ঘরে রেখেছিল বলে পুলিশকে জানিয়েছে। ডাকাতির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এলাবাসী জানায়, গত রাতে প্রবাসী এনায়েত জহিরের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা চিৎকারের চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের জখম করে।