টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন কাল

টাঙ্গাইলের-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১০৭টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুরের পর কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিএনপির অংশগ্রহণ না করায় এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের পর নির্বাচনে এখন আওয়ামী লীগের মনোনীত হাসান ইমাম খান সোহেল হাজারীই এগিয়ে আছেন। সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য এ আসনের উপনির্বাচনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস (আম)।
আসনটি মোট ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৩২ জন এবং নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৭৬০ জন। মোট ১০৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।