রাজধানীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীতে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উত্তর পাশ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম নূরজাহান বেগম (৭২)।
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আলম জানিয়েছেন, সন্ধ্যার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উত্তর পাশে ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফারুক আলম আরো জানান, ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার রাতেই কেউ ওই বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে। কেন বা কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।