ছাত্রলীগকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে গণভবনে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় সরকারপ্রধান এ আহ্বান জানান।
শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে পরিচিত হন এবং তিনি নিজে কখনো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হতে পারেননি বলে আফসোস করেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে ছাত্রলীগের অবদান আছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত আছে কি না, সেদিকে খেয়াল রাখতে ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জনগণের পাশে থেকে কাজ করবে, সেভাবে তোমাদের কাজ করতে হবে। আর এই জঙ্গি, সন্ত্রাস, মাদকাসক্তি এর বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে। আমি চাই, প্রত্যেকে নিজের নিজের এলাকায় কাজ করো বা যে যেখানে যাও। সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করো। তাহলেই বাংলাদেশ থেকে আমরা জঙ্গিবাদ দূর করতে পারব। কারণ একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকলে দেশের উন্নতি করা যায়।’