রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করছে আ. লীগ : ফখরুল

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে আওয়ামী লীগ এরই মধ্যে বিতর্কিত করে তুলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে ফখরুল এ কথা বলেন।
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সবার মধ্যে বিশ্বাস জন্মেছিল, রাষ্ট্রপতি এমন একটি নির্বাচন কমিশন গঠন করবেন, যেটির প্রতি জনগণের আস্থা থাকবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ কখনোই সুস্থ অবস্থায় ক্ষমতায় থাকতে পারে না। রাষ্ট্রপতির উদ্যোগকে তারা ইতোমধ্যে বিতর্কিত করেছে। বিতর্কিত করার জন্যই তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে।’
ফখরুল বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।’ নিরপেক্ষ কমিশন গঠিত না হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কোকোর মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে জিয়া পরিবারকে ধ্বংসের নীলনকশার অভিযোগও করেন তিনি।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ইলিয়াস আলী থেকে শুরু করে আমাদের অনেক নেতাকর্মী গুম, খুন, ক্রসফায়ারে নিহত হয়েছেন। এর কারণ আজকে আমাদের ওপর একটি সরকার জগদ্দলের মতো, পাথরের মতো বসে আছে। যেখানে আমাদের কথা বলার অধিকার নেই।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এক-এগারোর কুশীলবদের আমরা বিচার চেয়েছিলাম, বিচার হয়নি, হবেও না। কারণ সেই এক-এগারোর ফলই ভোগ করছে আজকের আওয়ামী লীগ। আমাদের এই জাল ছিঁড়ে করে বেরিয়ে আসতে হবে।’
এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, এক-এগারোর সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই ধ্বংস করা হয়েছে গণতন্ত্র ও কথা বলার স্বাধীনতা। বিরোধীপক্ষকে নির্মূল করে কোনো সরকারই বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
দোয়া ও মিলাদ মাহফিলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।