মোনায়েম খানকে ‘শহীদ’ আখ্যা দেওয়া অন্বেষা স্কুল বন্ধ

স্বাধীনতাবিরোধী আব্দুল মোনায়েম খানকে ‘শহীদ’ আখ্যা, চাঁদতারা খচিত মনোগ্রাম ব্যবহারসহ জাতীয় দিবস পালন না করার অভিযোগে ময়মনসিংহের ‘অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ পুলিশসহ স্কুলে আসেন। এ সময় স্কুলপ্রধানের কাছে মন্ত্রণালয়ের আদেশপত্র দিয়ে ফটকে প্রতিষ্ঠানটি বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন।
আর স্কুল কর্তৃপক্ষের দাবি, রাজনৈতিক কারণে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুহাম্মদ আব্দুল লতিফ জানান, ‘এই স্কুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে স্বাধীনতাবিরোধী আব্দুল মোনায়েম খানকে ‘শহীদ’ আখ্যা দেওয়া, স্কুল মনোগ্রামে চাঁদতারা খচিত মনোগ্রাম ব্যবহার করা, বিভিন্ন জাতীয় দিবস পালন না করা, রাষ্ট্রীয় বিধিবিধান অনুসরণ না করা ইত্যাদি। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তাই মন্ত্রণালয় স্কুলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষার্থীরা যাতে টিসি নিয়ে অন্য স্কুলে যেতে পারে সে জন্য অফিস সাময়িক খোলা থাকবে।’
স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলুফার সুলতানা বলেন, ‘অন্যসব ইংলিশ মিডিয়াম স্কুল যেভাবে চলছে, আমাদেরটাও তেমনি চলছে। সরকারের ঘরে ভ্যাট জমা দেওয়া হচ্ছে। সব ইংলিশ মিডিয়াম স্কুলের বিষয়ে সরকারের সঙ্গে বসা হয়েছে। সরকার কোনো নীতিমালা প্রণয়ন করেনি। যেসব বিষয়ে আপত্তি রয়েছে সময় দিলে তা সংশোধন করা হবে। কারণ জানুয়ারি মাসে একাডেমিক কাজ করা হচ্ছে।’ এ সময় বিষয়টি রাজনৈতিক আক্রমণ বলে দাবি করেন তিনি।
হঠাৎ স্কুল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছে, এই সময়ে শহরের অন্য স্কুলে ভর্তির সুযোগ না পেলে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাদের সন্তানরা হঠাৎ অন্য স্কুলে গিয়ে ভর্তির সুযোগও পাবে না। শিক্ষার্থীদের দাবি, স্কুলটি চালু রাখা হোক।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি শহরের নতুন বাজার এলাকায় স্কুলটি প্রতিষ্ঠা করেন স্বাধীনতাবিরোধী আব্দুল মোনায়েম খানের মেয়ে নাসরীন মোনায়েম খান। শুরু থেকেই স্কুলটির বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে আসছিল শহরের মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক নেতাকর্মীরা। বর্তমানে স্কুলটিতে ১৭৯ জন শিক্ষার্থী রয়েছে। ২৭ জন শিক্ষক ও সাতজন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে স্কুলটিতে।