খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় আ. লীগ নেতা আহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নির্মলেন্দু চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, বাসা থেকে অফিসে যাওয়ার পথে নারিকেল বাগান এলাকায় সাত-আটজন ব্যক্তি পথ আটকে তাঁকে মারধর করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার অভিযোগ, যারা হামলা করেছে তারা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহিদুল আলম এবং তাঁর ভাই খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর মেয়র রফিকুল আলম। তিনি বলেন, ‘আমার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়। নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার পর আমি নিজেই স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’