ঝালকাঠিতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

ঝালকাঠিতে তীব্র শীতে কাঁপছে মানুষ। এর সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি। এতে ভরদুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে যানবাহনগুলোকে।
এদিকে ঘনকুয়াশার কারণে ঢাকামুখী লঞ্চ ও গাড়িগুলো অনেক দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে।
প্রচণ্ড শীতে অসহায় হয়ে পড়েছে দিনমজুররা। পথঘাট প্রায় জনশূন্য। অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে।
শীতে বেড়েছে রোগের প্রকোপ। এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)গোলাম ফরহাদ জানান, হঠাৎ প্রচণ্ড ঠান্ডা পড়ায় নানা রোগে আক্রান্ত হয়ে দুইদিন ধরে হাসপাতালে শতাধিক শিশু ও বৃদ্ধ রোগী ভর্তি হয়েছে।