বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।
আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর (দ্বিতীয়) সেতুর পিলার স্থাপনকাজ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর আর কারো সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। সংবিধানে যা আছে তা-ই হবে। বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।
জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণকাজ চলছে।
নির্মাণকাজে মোট ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে ছয় হাজার কোটি টাকা জাপান ও দুই হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার ব্যয় করবে।
২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর সঙ্গে উল্লিখিত তিনটি সেতুও জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় সম্পর্কে মন্ত্রী বলেন, সাত খুন মামলার রায় সবার জন্য কঠোর বার্তা নিয়ে এনেছে। মামলার প্রধান আসামি নূর হোসেনকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।