রূপগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল নিয়ে গ্রামবাসী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে টেঁটাবিদ্ধ শমসের আলী নামের এক ব্যক্তিও রয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগাঁও এলাকায় পুলিশের সামনেই এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম একটি কোম্পানির নামে পূর্বগ্রাম চরের প্রায় ২৫০ একর জমি বালু দিয়ে ভড়াট করেন। এর মধ্যে প্রায় ৬০ বিঘা জমি এলাকাবাসীর। এ ছাড়া একই সীমানায় সরকারি রাস্তার ১৫ ফুট চওড়া প্রায় এক কিলোমিটার জায়গা সন্ত্রাসীরা বালু ভড়াট করে দখল করে। দখলকারীরা আজ দুপুরে দেয়াল নির্মাণ করে জমি দখলের চেষ্টা করলে গ্রামবাসী বাঁধা দেয়। এ সময় গ্রামবাসীর ওপর হামলা চালায় সন্ত্রসীরা।
পরে বিকেলে দখলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করলে আবারো হামলার শিকার হয় গ্রামবাসী। এ সময় সন্ত্রাসীরা রাম দা, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ব্যবহার করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে পুলিশের সামনে। প্রায় আধ ঘণ্টার সংঘর্ষে শমসের নামে একজন টেঁটাবিদ্ধ হয়। আহত হয় প্রায় ১০ জন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুপুর থেকে আমরা শুনছি বালু ভরাটকে কেন্দ্র করে এখানে দুই পক্ষ মুখোমুখি হয়েছে। এক পাশে বজলু গ্রুপ ও অপর পাশে জাহিদ গ্রুপের লোকেরা ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষায় যা করণীয় আমার তাই করেছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’