গফরগাঁওয়ে আ. লীগ নেতা জখম, প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হককে (৪০) কুপিয়ে জখম করার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার আজিজুলের স্ত্রী অজুফা খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং পৌর কাউন্সিলর আনিসুল হককে প্রধান আসামি করা হয়েছে। এ মামলার তদন্ত কাজ দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক আছেন কাউন্সিলর আনিসুল হক। এ ঘটনায় গত রাতে আনিসুল হকের সমর্থক সুলতানকে আটক করেছে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম জানান, ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আজিজুল হক কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। ১৬ ডিসেম্বর রাতে বাড়িতে নির্বাচনী সভা করার সময় আনিসুলের লোকজন সেখানে হামলা করে। ওই হামলায় আজিজুলের মা রাবেয়া খাতুন মারা যান। সেই মামলাটি এখনো বিচারাধীন।
গত শুক্রবার সন্ধ্যায় দিকে স্থানীয় মধ্যবাজার এলাকায় আজিজুলকে পায়ে ও বুকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।