নরসিংদীতে অনুকূলচন্দ্রের জন্মোৎসবে মঙ্গল শোভাযাত্রা

ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৯তম জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা। ছবি: এনটিভি
নরসিংদীতে ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৯তম জন্মদিবস উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ‘সৎসঙ্গ বাংলাদেশ’ এর নরসিংদী জেলা শাখার আয়োজনে গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মন্দিরে এসেই শেষ হয়।
শোভাযাত্রা উপলক্ষ্যে সকাল থেকেই গোপীনাথ জিউর আখড়ায় লীলাকীর্তন,বিনতি প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ,সংগীতানুষ্ঠান চলে।
এছাড়া বিকেলে ‘অন্যে বাচাঁয় নিজে থাকে,ধর্ম বলে জানিস তা কে’ এই বিষয়টিকে সামনে রেখে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান কামরুল। আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য্য।