জমে উঠেছে নেত্রকোনার শিল্প-বাণিজ্য মেলা

ছুটির দিনে জমে ওঠে নেত্রকোনার শিল্প ও বাণিজ্য মেলা। মেলার তৃতীয় দিন আজ শুক্রবার দুপুর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
গত বুধবার জেলা শহরের ইসলামপুর মোড়ে চন্দ্রনাথ ডিগ্রি কলেজ মাঠে শরীফ একাদশ ক্লাব আয়োজিত ১৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।
স্কুল-কলেজ ও অফিস-আদালত, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষে মেলায় ভিড় করছেন। এতে করে মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা ভালো বেচাকেনার আশা দেখছেন।
ব্যবসায়ীরা বলছেন, মেলায় প্রতিদিন যদি দর্শনার্থী-ক্রেতাদের সমাগম এভাবে বাড়তে থাকে, তবে তাঁদের ব্যবসা ভালো হবে।
মেলায় পোশাক, ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ ও ইলেকট্রনিকস বিভিন্ন ডিভাইসসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
এ ছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য মেলায় রাইডস, নাগরদোলা, চরকি, সার্কাস, দোলনা রয়েছে।
নাজমা সুলতানা নামের এক দর্শনার্থী বলেন, ‘সবে মেলা শুরু হয়েছে। আশা করছি ব্লকের সবকটি স্টলে মালামাল সাজানো গোছানো কমপ্লিট হলে দর্শনার্থী-ক্রেতাদের মধ্যেও আগ্রহের সৃষ্টি হবে।’
দর্শনার্থী ফারহানা বিলকিস বলেন, ‘টিভিতে ঢাকার বাণিজ্য মেলা দেখি। মন চাইলেও বিভিন্ন কারণেই সেখানে যাওয়া সম্ভব হয় না। নেত্রকোনায় এ ধরনের একটি মেলার আয়োজন করায় বেশ ভালো হয়েছে। নিজের পছন্দের কেনাকাটা এখান থেকে সেরে নিতে পারব, এ জন্য আমি আনন্দিত।’
মেলা আয়োজক কমিটির সভাপতি আবদুল মাজেদ ও সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন জানান, মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য কেনাকাটায় সব ধরনের পণ্যে চমকপ্রদ সব অফার রাখা হয়েছে। এতে অংশ নিয়েছে ৬৫টি স্টল। আগামী ২৬ জানুয়ারি মেলা শেষ হবে।