সংযোগ সড়ক নেই, তাই অকেজো সেতু

মাঝনদীতে নির্মাণ করা হয়েছে সেতু। দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। তাই দুই বছর ধরে সেতুটি কোনো কাজেই আসছে না এলাকাবাসীর।
ময়মনসিংহ সদর উপজেলার রামভদ্রপুর গুচ্ছগ্রাম এলাকার খড়িয়া নদীর ওপর ২০১৪ সালে নির্মাণ করা হয় সেতুটি। কিন্তু সংযোগ সড়ক না থাকায় বর্ষাসহ অন্য সময়ে ফুলপুর ও সদর উপজেলার কয়েক হাজার মানুষ নৌকায় বা পানি ভেঙে নদীটি পার হচ্ছেন। এতে করে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।
সদর উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থে সেতুটি নির্মাণ করা হয়। ৩০ ফুট দৈর্ঘ্য সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় আট লাখ টাকা। নকলা, ফুলপুর ও সদর উপজেলার কয়েক হাজার মানুষের চলাচলের সুবিধার কথা চিন্তুা করেই নির্মিত হয় সেতুটি।
তবে স্থানীয়দের অভিযোগ, সেতুটি নদীর মাঝে নির্মাণ করা হয়েছে। এর দুই পাশে কোনো সংযোগ সড়ক নেই। তাই নির্মাণের পর থেকেই সেতুটি অকেজো হয়ে আছে। বর্ষার সময়ে নদীতে পানি বেড়ে যাওয়ায় নৌকায় পার হতে হয়। অন্য সময় সেতুর নিচ দিয়ে পানি ভেঙে নদী পার হন এলাকার মানুষ।
এ ছাড়া সদর উপজেলার বৈঠামারীর চর, সিংগীমারীর চর, বোরোর চর ছাড়াও শেরপুর সদর ও নকলা উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ এই নদীর পানি ভেঙে পারাপার হন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, আগের কোনো কর্মকর্তার সময়ে সেতুটি নির্মিত হয়েছে। সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে।