গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকা থেকে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আশরাফুলের বাড়ি সাতক্ষীরা জেলায়। তাঁর বাবার নাম হায়দার আলী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘন কুয়াশার মধ্যে কোনো গাড়ির ধাক্কা খেয়ে ওই যুবক নিহত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।