নান্দাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার চারআনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে আসামির বাড়ির টেলিভিশনসহ আসবাবপত্র ভাঙচুর করে।
হামলায় আহত হয়েছেন নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আলিমুজ্জামান, হাবিলদার রুহুল আমিন, মঞ্জুরুল হক ও সুমন মিয়া।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুপুরে চারআনিপাড়া গ্রামের মাদক বিক্রেতা ও গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি শাহাবুদ্দিনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর স্বজনসহ এলাকার শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে শাহাবুদ্দিনকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। তারা এসআই আলিমুজ্জামানের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জখম করে। আহত করে আরো তিন পুলিশ সদস্যকে।
ওসি আরো বলেন, পুলিশের ওপর হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নান্দাইল থানায় একটি মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহাবুদ্দিনের বাবা আবু বক্কর সিদ্দিক, স্ত্রী রহিমা আক্তার আঁখি ও ইয়াবা ব্যবসায়ী আবু ইউসুফ। এ সময় তাঁদের কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আতাউর রহমান। আসামির বাড়ির আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।