নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই প্রতিবেশীর লোকজনের সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের চারজন আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষ হয়।
নিহত নারী হচ্ছেন কেন্দুয়ার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামের লিটন মিয়ার স্ত্রী রহিমা আক্তার (৪০)। আশঙ্কাজনক অবস্থায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত ব্যক্তিরা হচ্ছেন নিহতের স্বামী লিটন মিয়া (৫০), ছেলে আসাদ মিয়া (২০) ও প্রতিপক্ষের কাঞ্চন মিয়ার স্ত্রী জহুরা আক্তার (৫৫) ও কাঞ্চন মিয়ার ভাতিজা রতন মিয়া (৩০)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পানগাঁও গ্রামের লিটন মিয়ার সঙ্গে তাঁর প্রতিবেশী কাঞ্চন মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় উভয়পক্ষের পাঁচজন আহত হন।
আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান রহিমা আক্তার। বাকিদের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।