গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিতরা

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় পাঁচটি সংরক্ষিত নারী আসন ও ১৫টি ওয়ার্ডের পুরুষ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার সারা দেশের ৩৮টি জেলা পরিষদে ভোটগ্রহণ করা হয়। এতে ভোট দেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেশির ভাগ জেলায় জয় পেয়েছেন।