বিয়ের মাস পেরোতেই স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাকিব নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান জানান, ৪০ দিন আগে ঈশ্বরগঞ্জের হোসেনপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের মেয়ে সীমুর (১৯) সঙ্গে একই গ্রামের মোস্তফা মণ্ডলের ছেলে রাকিবের বিয়ে হয়। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়ায় স্ত্রীকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন রাকিব। পরে কর্তব্যরত চিকিৎসক সীমুকে মৃত ঘোষণা করেন।
সীমুর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ওসি জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে যেহেতু নিহতের বাবা রাকিবের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন, সে জন্য তাঁকে আটক করা হয়েছে।