নেত্রকোনা অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ

‘অর্থনৈতিক শুমারি অগ্রগতির দিশারী’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলার অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০১৩-এর জেলা প্রতিবেদন প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০১৩-এর জেলা প্রতিবেদন প্রকাশনার উপর মূল বক্তব্য উপস্থাপন করেন নেত্রকোনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, জেলায় কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দরিদ্রের সংখ্যা দ্রুত কমে আসছে।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, শিক্ষক মোতাহার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান বলেন, জেলায় ২০০১ সালে যে পরিমাণ কর্ম প্রতিষ্ঠান ছিল ২০১৩ তে তার সংখ্যা প্রায় ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের অর্থনীতি দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার যে উদ্দেশ্য নিয়ে বিসিক শিল্প নগরীর অবকাঠামো গড়ে তুলেছিল, নানাবিধ কারণে সেখানে আজো প্রত্যাশিত ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা গড়ে উঠেনি। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি উদ্যোক্তাদের আরো বেশি করে বিনিযোগে এগিয়ে আসার আহ্বান জানান।