চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে কোয়াবের বিক্ষোভ

চাঁদাবাজ ও ডিশলাইন দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কেবল ব্যবসায়ীরা। ছবি : এনটিভি
চাঁদাবাজ ও ডিশলাইন দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে কোয়াব গাজীপুর জেলা শাখা।
গাজীপুর কেবল ভিশনের মালিক ও জেলা কোয়াবের সভাপতি মামুন সিরাজুল ইসলামের সভাপতিত্বে বুধবার সকালে কাজী মার্কেটে কোয়াব কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন কেবল ব্যবসায়ীরা। পরে তাঁরা মৌন মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে জেলার কেবল ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধন থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান কোয়াব নেতারা। দ্রুত ওই সব সন্ত্রাসীকে গ্রেপ্তার না করলে জেলার কেবল অপারেটররা তাঁদের নিয়ন্ত্রণকক্ষ বন্ধ করে দেওয়ারও সময়সীমা বেঁধে দেন।