২০ হাজার ৬০০ পরিবারকে রোজার সামগ্রী কেনার টাকা দিবেন সেলিম ওসমান

আসন্ন রমজানে ২০ হাজার ৬০০ পরিবারের মধ্যে রোজার সামগ্রী কিনতে আর্থিক সহায়তা দিবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। তিনি ব্যক্তিগত তহবিল থেকে অসহায়দের জন্য দুই কোটি ২৮ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা দেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার এক পোশাক কারখানায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিয়ম শেষে সেলিম ওসমান এ আর্থিক সহায়তার ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডের কাউন্সিলর, বন্দর উপজেলা চেয়ারম্যানসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে নগদ টাকা দেওয়া হবে।
এ ছাড়া রমজান মাসে যাতে কেউ গুজব ছড়িয়ে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটাতে না পারে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে পারে এমন শিক্ষিত বেকার যুবকদের নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ২০ জন করে মোট ৪৮০ জন যুবককে রমজানের জন্য নিয়োগ করা হবে। তাঁদের সাড়ে চার হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে। এ ছাড়া অসহায় গরিবদের টাকা বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। রোজা শুরুর আগেই এসব টাকা দেওয়া হবে বলে জানান সাংসদ সেলিম ওসমান।
এ ছাড়া লাশ দাফন ও দাহ কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে কাউন্সিলর খোরশেদকে ১০ লাখ টাকা এবং করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত খানপুর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সহায়তায় ২০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।