‘স্থানীয়দের অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, ‘স্থানীয়দের অধিকার নিশ্চিত করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাজ করতে হবে।’
আজ রোববার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন স্পিকার। শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
স্পিকার বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে।’
সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীনা আকতার চৌধুরী, কানিজ ফাতেমা আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
পরে স্পিকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে স্থাপিত ‘অরুণোদয়’ স্কুল পরিদর্শন করেন।