স্ত্রীকে হত্যার দায়ে শেরপুরে একজনের যাবজ্জীবন

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাশেদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতি এ রায় ঘোষণা করেন বিচারক।
সাজাপ্রাপ্ত রাশেদ আলী শ্রীবরদী উপজেলার দিয়ারচর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার কলাকান্দা গ্রামের ফজল হকের মেয়ে গোলেছা বেগমের সঙ্গে রাশেদ আলীর প্রায় ১৮ বছর আগে বিয়ে হয়। ২০১৭ সালের দিকে কাজ হারান রাশেদ। তারপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। ২০১৭ সালের ১৩ জানুয়ারি ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন রাশেদ।
গোলেছার বাবা ফজল হক শ্রীবরদী থানায় রাশেদ ও অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় ১৪ জানুয়ারি রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে রাশেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
এদিকে, একই বছরের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান। পরবর্তীতে সাক্ষ্যগ্রহণে পরিপ্রেক্ষিতে আজ সোমবার আদালত এ রায় দেন।