সেবার জন্য নয়, আন্দোলন হিসেবে নির্বাচন করছেন বিএনপি প্রার্থীরা : তাপস

সেবার জন্য নয়, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি প্রার্থীরা নির্বাচন করছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার বেলা সাড়ে ১১টার থেকে রাজারবাগ পুলিশ লাইন্সের উল্টো দিক থেকে নির্বাচনী প্রচার শুরু করে এ কথা বলেন তাপস। এর পর শাহজাহানপুর ১১ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডে দুপুর পর্যন্ত গণসংযোগ করবেন তিনি।
নির্বাচনী প্রচারের সময় ওই এলাকার মানুষ ও বিভিন্ন দোকান মালিক ও কর্মচারীদের হাতে লিফলেট দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গণসংযোগকালে তিনি কেন যোগ্য তা জনগণের কাছে তুলে ধরেন তাপস। এ ছাড়া আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ ছাড়া বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীদের সমালোচনা করে তাপস দাবি করেন, প্রতিদ্বন্দ্বীরা যেসব কথা বলছেন, তা অসত্য। ঢাকার জনগণকে সেবার জন্য নয়, বরং নিজেদের আন্দোলনের অংশ হিসেবেই তাঁরা এই নির্বাচনে অংশ নিয়েছেন বলে দাবি করেন আওয়ামী লীগ মনোনীত এই মেয়র পদপ্রার্থী।