সিলেটের গণসমাবেশে যোগ দিতে আসছেন বিএনপির নেতাকর্মীরা

গণসমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি : এনটিভি
সিলেটে শনিবারের বিভাগীয় গণসমাবেশ ঘিরে এরই মধ্যে সমাবেশস্থলে এসেছেন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। এদিকে সিলেট ছাড়া এই বিভাগের বাকি তিন জেলায় আজ ভোর ছয়টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এদিকে, গণসমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে সমাবেশস্থলে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে সরগরম হয়ে ওঠছে সমাবেশস্থল।
নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন তাঁবুতে চলছে বিনামূল্যে খাবার বিতরণ। চলছে রান্নার আয়োজন।
এদিকে পরিবহন ধর্মঘট থাকায় সমাবেশে যোগ দিতে আগে থেকেই অনেক নেতাকর্মী সিলেটে অবস্থান নিয়েছেন।