সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক ফিরোজ মিয়ার মরদেহ ঘিরে ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় ফিরোজ মিয়া (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কামারবাড়ি সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দিঘুয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মুস্তাফিজার রহমান বলেন, সকালে রংপুর থেকে ফিরোজ মিয়া মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কামারবাড়ি সেতু এলাকায় পৌছালে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।