সিন্ডিকেটের কারসাজির কারণে পেঁয়াজের দাম বাড়ছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ভোটারবিহীন ভোটে নির্বাচন হয়ে সংসদ গঠন সম্ভব হলে, পেঁয়াজ ছাড়া রান্নাও সম্ভব।’ তিনি আরো বলেন, ‘সিন্ডিকেটের কারসাজির কারণে পেঁয়াজের দাম বাড়ছে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম ওই সভার আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘বর্তমানে পেঁয়াজের অভাবের চেয়ে, পেঁয়াজের সংকটের প্রচার পেঁয়াজের সিন্ডিকেটদের আরো বেশি সুযোগ করে দিয়েছে। কারণ কোনো জিনিসের অভাব হলে তার দাম এমনিতেই বেড়ে যায়। কিন্তু এখানে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বিষয়ে তিনি বলেন, ‘সরকারের ইচ্ছা ছাড়া আইনি প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আন্দোলন-সংগ্রাম করেই খালেদা জিয়ার মুক্তি অর্জন করতে হবে। আগরতলা ষড়যন্ত্র মামলায় আন্দোলন করে শেখ সাহেবকে মুক্ত করতে না পারলে, তাঁর ফাঁসি হয়ে যেত। জনগণের আন্দোলনের ফলেই তিনি মুক্ত হয়ে আসেন এবং সেইসব মামলাও কোথায় গিয়েছে তারও কোনো হদিস নেই এখন।’
বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি সাত দফা দিয়েছিল। যদি সাত দফা না দিয়ে এক দফায় খালেদা জিয়ার মুক্তি চাইতাম, তাহলে মুক্তি না হয়ে যেত না। নির্বাচনের ফলাফল যে এমন হবে, এটা তো আমরা আগে থেকেই জানতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের দাওয়াত দেননি। ড. কামাল হোসেন দাওয়াত চেয়েছেন। চেয়ে দাওয়াত নিলে সেখানে অতিথি আপ্যায়নও তেমনই হয়।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘সাদেক হোসেন খোকা একজন আপসহীন নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বিএনপি নেতাকর্মী ছাড়াও অনেকেই তাঁর কাছ থেকে নানা সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। সাদেক হোসেন খোকা ঢাকার অনেক রাস্তার নামকরণ করেছেন মুক্তিযোদ্ধাদের নামে। শুধু একজন মুক্তিযোদ্ধার নামে ঢাকার কোনো রাস্তার নামকরণ করা হয়নি, তিনি হলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। হয়তো তিনি ভেবেছিলেন, জিয়াউর রহমান নামে তো বিমানবন্দর আছেই। তাই নতুন করে তাঁর নামে আর কোনো রাস্তার নামকরণ করা হয়নি।’