সিদ্ধিরগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, প্রহরীকে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রহরী ইমতিয়াজের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির প্রহরীকে হত্যা করেছে। আহত হয়েছেন বাড়ির মালিকের স্ত্রী লাভলী বেগম। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।
নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ফ্ল্যাট ভাড়ার নাম করে সোমবার সন্ধ্যায় বোরকা পরে দুই যুবক সিদ্ধিরগঞ্জের আঁটি এলাকায় আরব আলী নামের এক প্রবাসীর সাততলা বাড়িতে প্রবেশ করে। তারা প্রহরী ইমতিয়াজকে (৬০) মারধর করে চারতলায় বাড়ির মালিকের ঘরে প্রবেশ করে। এরপর ঘরের ভেতরে শিশুসহ মালিকের স্ত্রী লাভলীকে মারধর করে ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়।
প্রহরী ইমতিয়াজকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।