সিইসিরও আঙুলের ছাপ মিলেনি, এনআইডিতে ভোট দিলেন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস মডেল স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি)। ছবি : এনটিভি
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ মিলেনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার। পরে তিনি জাতীয় পরিচয়পত্র দিয়ে ভোট দেন।
আজ শনিবার বেলা সোয়া ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস মডেল স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন সিইসি।
সিইসি ভোট দিতে গেলে তাঁর আঙুল স্ক্যান করা হয়। তবে তা মেশিনে মিলেনি। এরপর তিনি জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোট দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কে এম নূরুল হুদা। এ সময় ইভিএমে অনেকে ভোট দিতে পারছেন না- এমন অভিযোগের বিষয়ে সিইসিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন।
জবাবে সিইসি বলেন, ‘ইভিএমে ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। আইডি কার্ড দেখতে পারে, পুরোনো কার্ড দেখাতে পারে। নম্বর মেলালে ছবি আসবে, ভোট দিতে পারবে।’