সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত ২

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকাসহ দুজন প্রাণ হারিয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলা টুজুলপুরে এবং সকালে শ্যামনগর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। এতে আহত হয়েছেন আরও ১২ জন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, আজ দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কের টুজুলপুরে পাবনাগামী স্বপ্নীল পরিবহণের একটি কোচ পেছন থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দ্বিতীয় ধাক্কা খায় সড়কের পাশের গাছের সঙ্গে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসের চালক মো. ইব্রাহিম পালিয়ে যান। এ সময় একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। নিহত ব্যক্তির নাম মাহবুবুর রহমান বাবু (৩৫)। তার বাড়ি সদর উপজেলার রইছপুর গ্রামে। গুরুতর আহতরা হলেন কার্তিক দাস (২৮), শামীম হোসেন (২৯), সোলায়মান হোসেন (২৫) ও ফারুক রহমান।
এদিকে আজ সকালে শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামের স্বামী দেবনাথ রপ্তানের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাপেরদুনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রীতা রাণী রপ্তান (৪০)। তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে শ্যামনগর থানা পুলিশ।