সম্মেলনের জন্য প্রস্তুত কৃষক লীগ, কৃষকের বাড়ির আদলে মঞ্চ

মঞ্চটা দেখলে যে কারো মনে হবে এটা কৃষকের বাড়ি। বাড়ির সামনে আছে উঠান। উঠানে আছে সবজি গাছ আর কৃষি যন্ত্রপাতি। সোহরাওয়ার্দী ময়দানের সবুজ প্রান্তরে বাংলার এক টুকরো গ্রাম। দেখলেই চোখের স্বস্তি। আগামীকাল বুধবার কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলন। আর সম্মেলনের মঞ্চটা সাজানো হয়েছে কৃষকের বাড়ির আদলে।
এমনই একটি মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ ব্যাপারে কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র এনটিভি অনলাইনকে বলেন, ‘এমনভাবে মঞ্চ সাজাতে চাই, যেন মনে হয় নেত্রী (শেখ হাসিনা) কৃষকের কাচারি ঘরে প্রবেশ করে কৃষক সমাবেশ করছেন।’
মূল মঞ্চের পাশে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আদলে আছে একটি বাড়ি। এ ছাড়া সবজির বাজারের আদলে থাকবে বিভিন্ন ধরনের কৃষিপণ্যের পসরা, দেখে মনে হবে সামনের অতিথিরাই ক্রেতা।
কয়েক সপ্তাহ ধরে চলেছে ওই মঞ্চ নির্মাণের কাজ। গতকাল ও আজ মঙ্গলবার গিয়ে দেখা গেল এখনো চলছে প্রস্তুতি। মঞ্চে ও মঞ্চের আশপাশে চলছে কাজ। এরই মধ্যে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও। চলছে দেশের গান।
সম্মেলন একাধিক, মঞ্চ কিন্তু একটাই
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এর সহযোগী পাঁচ সংগঠনের সম্মেলনের তারিখও ঘোষণা করা হয়। এর পর থেকেই সংগঠনগুলো সম্মেলনের প্রস্তুতি নিতে থাকে। সম্মেলনের অন্যতম একটি অংশ হল মঞ্চ। আর এবার খরচ কমাতে একই মঞ্চে সব সহযোগী সংগঠনের সম্মেলন করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আর এ জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে। তবে মূল মঞ্চটি এক হলেও প্রতিটি সংগঠন তাদের নিজেদের মতো করে মঞ্চের সাজসজ্জা করবে।
সরেজমিন গিয়ে ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ সংলগ্ন লেকের পূর্ব-উত্তর পাশে দক্ষিণমুখী করে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ মঞ্চের সামনে ৯ ফুট দৈর্ঘ্য ৪২ ফুট প্রস্থের আরেকটি মঞ্চ করা হচ্ছে। এ ছাড়া মঞ্চের ডান এবং বাম পাশে কৃষি কাজের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়েছে। মঞ্চের সামনে সাজানো হয়েছে হাটবাজার। যেখানে কৃষক তার কৃষি পণ্য বিক্রি করার জন্য পসরা সাজিয়ে বসবেন। এ ছাড়া মঞ্চের ডান এবং বাম পাশে কৃষি কাজের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হবে।
এ ছাড়া মঞ্চের ডানপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাম পাশে সাংবাদিকের জন্য ৪২ ফুট দৈর্ঘ্য ও ২৭ ফুট প্রস্থের আলাদা দুটি মঞ্চ হচ্ছে। মঞ্চের সামনে থাকবে অতিথিদের বসার জায়গা। এর পরই থাকবে আগত কাউন্সিলর ও প্রতিনিধিদের বসার জায়গা।
স্বাধীনতার পর অর্থনৈতিক মুক্তি খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চাষাবাদে কৃষককে সহযোগিতা দেওয়া ও কৃষির সমৃদ্ধির জন্য ১৯৭২ সালে ১৯ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ নামের সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তবে কৃষক লীগ নামে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই তাঁর নেতারা তৃণমূলে কৃষকের পাশে কতটা দাঁড়াতে পেরেছে তা প্রশ্নবিদ্ধ রয়েছে স্বয়ং দলের মধ্যে। আর এসব প্রশ্ন রেখে আগামীকাল হতে যাচ্ছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলন। কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক ও তাঁর স্বজনদের পাশাপাশি দুর্বৃত্তরা তাঁকেও হত্যা করে।
প্রতিষ্ঠাতার পর থেকে এখন পর্যন্ত নয়বার সম্মেলন হয়েছে কৃষক লীগের। কৃষকলীগের বর্তমান সভাপতি হলেন মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা।