লক্ষ্মীপুরে ৫ পুলিশ সদস্যসহ করোনায় নতুন আক্রান্ত ২২

লক্ষ্মীপুরে পাঁচ পুলিশ সদস্যসহ নতুন করে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৪২ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯০ জন।
আজ সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার ও রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও রায়পুর স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সোমবার লক্ষ্মীপুর জেলার ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে নয়জন, রায়পুরে ছয়জন ও রামগঞ্জে সাতজন। সদর ও রায়পুরে দুজন মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ এসেছে।
এদিকে রায়পুরে করোনা শনাক্ত হওয়া বাকি পাঁচজনই পুলিশ সদস্য। আজ রায়পুর উপজেলায় সুস্থ হয়ে ১৭ জন বাড়ি ফিরেছেন।
জানতে চাইলে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন জানান, নতুন করে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন মৃত ব্যক্তি। এ নিয়ে এ উপজেলায় ৪৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, এখনো পর্যন্ত জেলায় ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নতুন আক্রান্তসহ ১৪৭ জন চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া শুরু থেকে এখনো পর্যন্ত পাঁচজন মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ এসেছে।