লক্ষ্মীপুরে একদিনে ১৭ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ১৭ জনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, চট্টগ্রামের বিআইটিডিআইতে লক্ষ্মীপুরের ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগরে তিনজন ও সদর উপজেলায় একজন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ঢাকা ফেরত রামগঞ্জের এক ট্রাক চালক ও নারায়ণগঞ্জ থেকে তাবলিগ জামাত ফেরত রামগতিতে এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়। রামগঞ্জের ওই ট্রাক চালকের বাড়িতেই বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল সকাল ৬টা থেকে লক্ষ্মীপুরে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। কিন্তু লক্ষ্মীপুরের হাট-বাজারগুলোতে লোকজনের ভিড় লেগেই থাকে। এর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গত ও চলতি সপ্তাহে শতাধিক মানুষ লক্ষ্মীপুরে এসেছে।