রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের মলত্যাগ নিয়ে মারধরে নারী নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে মারধরের ঘটনায় নূর নাহার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শিশুদের মলমূত্র ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী ফেরদৌসী (২৫) ও আল মরিজানের (৩৩) সঙ্গে নূর নাহারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা নূর নাহারকে মারধর করলে এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নারী ক্যাম্পের বি ব্লকের নূর আলমের স্ত্রী।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা জানান, পুলিশ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।