রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য আটক

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গতকাল শনিবার রাতে তাদেরকে আটক করা হয়।
আজ রোববার র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
আটকরা হলেন- মো. মাসুম মিয়া ওরফে মাসুম (৩০), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান (১৯), মো. রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৮) ও মো. আব্দুল্লাহ আল রোমান ওরফে রোমান খান (২২)।
মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ‘আটককৃত জঙ্গিরা তাদের নেতাদের নির্দেশে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় মিটিংয়ের উদ্দেশ্য একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই তথ্য র্যাব জানতে পারে। পরে সেখানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়েছে। তবে সেখানে থাকা আরো কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরকেও আটকের চেষ্টা চলছে।’
সাজেদুল ইসলাম সজল বলেন, ‘আটককৃতরা বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে নিজেদের ভেতরে যোগাযোগ করত। তবে যে কোনো ধরণের পরিকল্পনা ও প্রশিক্ষণের জন্য মাঝে মাঝেই তারা একত্রিত হত। এছাড়া ইসলামী ভাবধারায় বিশ্বাসী এমন তরুণদেরকেও তারা অনলাইনের মাধ্যমে জঙ্গিবাদে টানার চেষ্টা করত বলে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে জানিয়েছেন।’
সাজেদুল ইসলাম সজল আরো বলেন, ‘আটকের সময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্ট ও মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।’