মৌলভীবাজারে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মৌলভীবাজার পুলিশ লাইন্সে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীদের অগ্নিনির্বাপণ মহড়া। ছবি : এনটিভি
অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে ‘অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ফারুক আহমদ।

মৌলভীবাজার পুলিশ লাইন্সে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীদের অগ্নি নির্বাপণ মহড়া। ছবি : এনটিভি
এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল হারুন পাশা, জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান।
পরে পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত হয়।