মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন লেবু জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-কোষাধ্যক্ষ এবং উপজেলার জামালপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। তিনি বালু ও মাটির ব্যবসা করতেন।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় লেবুকে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. সাঈদা বিন খান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় রিপন হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষার শেষে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লেবুর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।