মহেশখালীতে ৩, টেকনাফের একজনের করোনা শনাক্ত

কক্সবাজারে আরো চারজনের দেহে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজনের বাড়ি মহেশখালী ও একজনের বাড়ি টেকনাফ উপজেলায়।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনার নমুনার মধ্য থেকে আজ রোববার বিকেলে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে চারজনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া ৬৩ জনের মধ্যে শুধু মহেশখালীর রয়েছে ২৬ জন।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। অবশিষ্ট ১০ জনের ফলাফল আগামীকাল সোমবার সকালে দেওয়া হবে।
মহেশখালীতে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন শাপলাপুর ইউনিয়নের এবং একজন বড়মহেশখালী ইউনিয়নের। তিনজনের মধ্যে শাপলাপুরের দুজন পুরুষ এবং বড়মহেশখালীর একজন নারী।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যমতে, শাপলাপুরের আক্রান্ত দুজনের মধ্যে একজনের বয়স ১৭ বছর, অপরজনের বয়স ২৪ বছর।
অন্যদিকে, বড়মহেশখালীতে আক্রান্ত নারীর বয়স ২৫ বছর।
মহেশখালীতে একদিনেই তিনজন করোনা শনাক্তের পর উপজেলাজুড়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে গেছে।
এর আগে করোনা শনাক্ত কক্সবাজারের প্রথম নারী রোগী ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ৫ এপ্রিল বাড়িতে ফিরেছেন। তিনিসহ কক্সবাজার জেলায় পাঁচজনের করোনা ধরা পড়ল।
এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআর ল্যাবে ৪০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নাইক্ষ্যংছড়ির একজনসহ পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এই ল্যাবে দিনে ৯৫ জনের করোনা পরীক্ষা সম্ভব। উপজেলা ফ্লু কর্নার থেকে সংগ্রহ করে স্যাম্পলগুলো এখানে পাঠানো হয়। ইচ্ছে করলে যে কারো এখানে করোনা পরীক্ষা করার সুযোগ নেই।